নিউজ ডেস্ক || গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বনকুমারী বাজার এলাকায় নেশা বিরোধী একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানে পুলিশ দুই মহিলার কাছ থেকে ৯টি কেসে মোট ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। অভিযানে জড়িত ওই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মহিলাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকার বেশি বলে আনুমানিক হিসেব দিয়েছেন তিনি। এই অভিযান নেশা পাচারের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নেশা ব্যবসার গোপন নেটওয়ার্ক ভাঙতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।