নিউজ ডেস্ক ।। কৈলাসহর জেলা কংগ্রেস অফিসে শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজীৎ সিনহা টেন্ডার সংক্রান্ত বিষয়ে প্রশাসনের প্রতি কড়া বার্তা দেন। তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের টেন্ডার হওয়ার পরেও অনেক কাজ এখনও শুরু হয়নি। তিনি দ্রুত কাজ শুরুর আহ্বান জানান এবং কাজের মান বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারি দাবি করেন।
বিধায়ক আরও উল্লেখ করেন, জলাই এলাকায় ঠিকাদারদের কাজের সাইটে বাধা দেওয়া এবং ভয় দেখানোর ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান এবং বন্যার পূর্বে সমস্ত কাজ সম্পন্ন করার আহ্বান করেন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, যুব কংগ্রেস নেতা অভিজিৎ শীল, পঞ্চায়েত সদস্য কল্পনা দাস এবং কংগ্রেস নেত্রী রিনা মহিষ্যদাস। সম্মেলনে কাজের গুণগতমান নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার উপর জোর দেওয়া হয়।