নিউজ ডেস্ক || বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের ‘সাত বোন’ রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও তিপরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মন কড়া নিন্দা জানিয়েছেন, বলেছেন এমন মন্তব্য উদ্বেগজনক ও উস্কানিমূলক।
হাসনাত আব্দুল্লাহর মন্তব্যে বলা হয়েছে যে, বাংলাদেশ ভারত-বিরোধী শক্তিকে আশ্রয় দিয়ে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে পারে। এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উঠে এসেছে, যা ভারত-বাংলাদেশ সম্পর্ককে চাপের মুখে ফেলেছে। ভারতীয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে।
প্রদ্যোত দেববর্মন তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, “এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাত বোন বিচ্ছিন্ন করার মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক ও উস্কানিমূলক। আমি ভারত সরকারকে অনুরোধ করছি, আমাদের একদিনের সময় দিন যাতে আমরা উত্তর-পূর্ব ভারতীয়দের বাংলাদেশিদের প্রতি মনোভাব দেখাতে পারি।” তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর-পূর্বের মানুষ এমন হুমকি কখনো মেনে নেবে না।
এই ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। অসমের মুখ্যমন্ত্রীসহ অনেক নেতা এটিকে ‘খারাপ মানসিকতা’ বলে নিন্দা করেছেন। সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক আলোচনা জোরদার হতে পারে। বিস্তৃতভাবে, এটি সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে, যা ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যত নির্ধারণে ভূমিকা রাখবে।


