নিউজ ডেস্ক || প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, এবং ওইদিনই গণনা শুরু হয়ে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তফসিল অনুসারে, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। গণভোটে ভোটাররা জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে সম্মতি জানাবেন ‘হ্যাঁ’ বা ‘না’ বলে। সংসদের ব্যালট সাদাকালো এবং গণভোটেরটি রঙিন হবে, এবং দুটি আলাদা বাক্সে ফেলতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ভাষণে বলেন, “ভোট শুধু আপনার নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।” তিনি আহ্বান জানান, ধর্ম, গোত্র, লিঙ্গ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করুন, এবং প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী মায়েদের নিয়ে ভোট দিতে আসুন। এই নির্বাচন ৩০০ আসনে ব্যালট পেপারে হবে, এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ। ফলাফলের ভিত্তিতে নতুন সরকার গঠিত হবে, যা দেশের সংস্কার প্রক্রিয়াকে গতি দেবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। নির্বাচন কমিশন সকল পক্ষের সহযোগিতায় সুষ্ঠু ভোট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।


