নিজস্ব প্রতিনিধি || উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ রবিবার এক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬৪ লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন সহ অসমের শ্রীভূমি জেলার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে একটি ওয়াগনার গাড়িও।
বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থ দেব রবিবার সকালে গোপন সূত্রে খবর পান, অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি গাড়ি বাগবাসা হয়ে যাবে। এরপরই পুলিশ দল নিয়ে ৮ নম্বর আসাম-আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করে।
দুপুর ১টার সময় সন্দেহভাজন AS11P/9296 নম্বরের একটি ওয়াগনার গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির সামনের এবং পেছনের সিটের বিভিন্ন অংশ থেকে ১৮টি সাবানের বাক্সে লুকানো ১৮টি প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।
মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিন পুইয়া জানান, এই অভিযানে মোট ২১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৬৪ লক্ষ টাকা। এসময় অসমের শ্রীভূমি জেলার দুই পাচারকারী সেলিম উদ্দিন ও রুবেল আহমেদকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত ওয়াগনার গাড়িটিও আটক করা হয়।
এই ঘটনায় বাগবাসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে হাজির করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।