নিউজ ডেস্ক || গোমতী জেলার বাগমার কিল্লা বাজারে আজ এক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত ২০০ পরিবারের ৬১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন। এই যোগদান অনুষ্ঠানে তাঁদের উষ্ণ স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ এখন বুঝে গেছেন যে বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি সিপিএম ও কংগ্রেসের ৩৫ বছরের শাসনকালের সমালোচনা করে বলেন, “ওই সময়ে হত্যা, সন্ত্রাস ও হিংসার রাজনীতি চলেছে। কিন্তু বিজেপি পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী।”
মুখ্যমন্ত্রী আরও জানান, সিপিএম ও কংগ্রেসের আমলে জনজাতি সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো। বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মণ্ডল সভাপতি অমর জমাতিয়া। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত বহন করছে।