নিউজ ডেস্ক || অসম সরকার এবং ভারতের জৈবপ্রযুক্তি বিভাগ (Department of Biotechnology – DBT) একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যা রাজ্যটিকে দেশের প্রথম বায়ো-ই৩ (BioE3) নীতি অনুমোদনকারী রাজ্যে পরিণত করেছে।
নয়াদিল্লিতে ডিবিটির সদর দফতরে স্বাক্ষরিত এই চুক্তিটি অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থানের জন্য জৈবপ্রযুক্তি (Bio-E3) নীতির কার্যকর বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়ে বলেন, “অসম দেশের প্রথম রাজ্য, যা বায়ো-ই3 নীতি অনুমোদন করেছে।” মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, Advantage Assam 2.0 সম্মেলনে রাজ্যটি ১০টিরও বেশি জৈবপ্রযুক্তি-সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় ডিবিটি দিগনির্দেশনা প্রদান করবে এবং অসম রাজ্যে একটি বায়ো-ই3 সেল প্রতিষ্ঠা করে রাজ্যের সমৃদ্ধ জৈববৈচিত্র্যকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিটি-সচিব ড. রাজেশ এস গোখলে, অসমের মুখ্যসচিব ড. রবি কোটা, ডিবিটির বরিষ্ঠ উপদেষ্টা ড. অলকা শর্মা, অসমের বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের সচিব পল্লবগোপাল ঝা এবং বিআইআরএসি-র এমডি ড. জিতেন্দ্র কুমার।
এই চুক্তি অসমের জৈবপ্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।