নিউজ ডেস্ক || কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি জয়মাল্য বাগচী সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও।
গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। আইন মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। বিচারপতি বাগচীর কার্যকালের মেয়াদ হবে ছয় বছর। এই সময়ের মধ্যে তিনি প্রধান বিচারপতির পদও অলংকৃত করতে পারেন বলে আশা করা হচ্ছে।
বিচারপতি বাগচীর সুপ্রিম কোর্টে যোগদান বিচারব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।