নিউজ ডেস্ক || তিপ্রা মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল অসুস্থ হয়ে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, “হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হই।”
বিজয় কুমার রাঙ্খল একসময় ত্রিপুরা উপজাতি যুব সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর তিনি চরমপন্থী সংগঠন TNV-র নেতৃত্ব দেন ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত। পরবর্তীতে শান্তি চুক্তির মাধ্যমে TNV রাজনৈতিক দলে পরিণত হয় এবং পরবর্তী সময়ে কংগ্রেস ঘনিষ্ঠ INPT-তে মিশে যায়। পরবর্তীকালে তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মথায় যোগ দেন।
বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জোট শরিক হিসেবে তিপ্রা মথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজয় কুমার রাঙ্খলের অসুস্থতার খবরে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।