প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দলের মধ্যে শুরু তুমুল জল্পনা
নিউজ ডেস্ক || শুক্রবার সকালে জারি হওয়া প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দলের নির্বাচনের জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব শুক্রবার রাতে এই ঘোষণা করেন, যা দলের অভ্যন্তরে তীব্র জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার (২৯ জুন) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং বিকাল ৩টায় ফলাফল ঘোষণার সময় নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সভাপতি পদে প্রার্থী নির্বাচন নিয়ে ঐক্যমত গড়ে না ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
দলের একাংশের দাবি, প্রদেশ সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম উঠে আসার সম্ভাবনা ছিল, যা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে পারত। টানা দুই টার্ম ধরে ক্ষমতায় থাকা বিজেপির জন্য এই ধরনের অভ্যন্তরীণ প্রতিযোগিতা জনমানসে নেতিবাচক বার্তা দিতে পারে বলে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
এদিকে, ভারতীয় জনতা পার্টি এখনও পর্যন্ত ১৪টি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করেছে। জাতীয় সভাপতি নির্বাচনের জন্য ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন প্রয়োজন। বর্তমান জাতীয় সভাপতি জে পি নাড্ডার মেয়াদ গত বছরের জানুয়ারিতে শেষ হলেও, লোকসভা নির্বাচনের কারণে তা ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত বাড়ানো হয়। সাংগঠনিক নির্বাচন না হওয়ায় নাড্ডা এখনও জাতীয় সভাপতি পদে বহাল রয়েছেন।
নির্বাচন স্থগিতের ঘোষণার পর দলের বিভিন্ন মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই সিদ্ধান্তের পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্থগিত নির্বাচন কবে পুনরায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করেনি দল।