দলীয় ঐক্য ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলছে বিজেপি
নিজস্ব প্রতিনিধি || গত রবিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে, আর ত্রিপুরা রাজ্যও এর ব্যতিক্রম ছিল না। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারসহ দলের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।
প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর দলের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা তার বক্তব্যে বলেন, “মানুষের আস্থা বিজেপির প্রতি ক্রমশ বাড়ছে। এই আস্থা ধরে রাখতে আমাদের তৃণমূল স্তরে আরও বেশি করে পৌঁছাতে হবে।” তিনি কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৫১ সালে শ্যামা প্রসাদ মুখার্জির হাত ধরে জনসংঘ গঠিত হয়েছিল, যা পরবর্তীতে ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি হিসেবে রূপ নেয়। সেই থেকে দলটির পথচলা অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান পরিচালিত হয়। রঞ্জিত নগরের বিভিন্ন মন্দির চত্বরে এই অভিযানে অংশ নেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তাপস দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরে দলীয় জেলা কার্যালয় ও ৩৫ বিলোনিয়া মন্ডলে দিনটি উৎসাহের সঙ্গে পালিত হয়। সেখানে পতাকা উত্তোলনের পাশাপাশি ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারি বাজপেয়ী ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
ত্রিপুরা জুড়ে বিজেপির এই প্রতিষ্ঠা দিবস দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং জনসেবার অঙ্গীকারকে নতুন করে সামনে তুলে ধরেছে।