নিউজ ডেস্ক || বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে ঠেকেছে বলে অভিযোগ তুলে উত্তর আগরতলার জিবি হাসপাতালের সামনে তীব্র বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। বিক্ষোভের পর সংগঠনের নেতৃত্বরা হাসপাতালের সুপারের কাছে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন।
সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেও এই সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে।” তিনি জিবি হাসপাতালের পরিষেবার নানা ত্রুটির কথা তুলে ধরে বলেন, “প্রতিনিয়ত চিকিৎসার অভাবে রোগীদের মৃত্যু হচ্ছে। বামফ্রন্ট সরকারের আমলে জনগণ যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা পেতেন, তা থেকে বর্তমানে তারা বঞ্চিত হচ্ছেন।”
চক্রবর্তী আরও অভিযোগ করেন, হাসপাতালে রোগীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি একটি ঘটনায় রোগীর গায়ে সিলিং ফ্যান ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটেছে। তিনি বলেন, “হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। বেসরকারি সংস্থার হাতে হাসপাতালের পরিচালনা তুলে দেওয়া হয়েছে, যা রোগীদের জন্য ক্ষতিকর।” তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন চিকিৎসক হয়েও এই সমস্যাগুলোর সমাধানে কোনও উদ্যোগ নিচ্ছেন না।”
সিপিআইএম-এর বিক্ষোভ ও ডেপুটেশনে জিবি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, পরিষেবার মান উন্নতকরণ এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।