নিউজ ডেস্ক || বিদূরকর্তাস্থিত ডা. পি বি মেমোরিয়াল ভবনে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন। এই ভবনে স্বাস্থ্য সংশ্লিষ্ট ৭টি কাউন্সিল অফিসকে এক ছাদের নীচে আনা হয়েছে, যাতে নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা আরও সুষ্ঠুভাবে ও সহজে প্রদান করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিলের রাজ্য শাখার সভাপতি ডা. এস এম আলি, সহ-সভাপতি ডা. পার্থ রায় চৌধুরী, ডা. ভোলানাথ সাহা সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগে স্বাস্থ্য সংশ্লিষ্ট কাউন্সিল অফিসগুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল, যার ফলে রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা আরও সুষ্ঠুভাবে প্রদানের লক্ষ্যে এই কাউন্সিল অফিসগুলিকে এক ছাদের নীচে আনা হয়েছে।” তিনি আরও জানান, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে নানা উদ্যোগ গ্রহণ করছে। চিকিৎসকরা যাতে তাদের দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে পারেন, সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।