ত্রিপুরায় বিদ্যাজ্যোতি স্কুলের সাফল্য: ২৬% উন্নতি, শীঘ্রই শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ
নিউজ ডেস্ক || ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলি এবারের বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সাফল্যের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রবিবার রামনগরে আয়োজিত এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এই সাফল্যের কথা তুলে ধরে বলেন, “বিদ্যাজ্যোতি স্কুলগুলি সমালোচনার মুখে পড়লেও, এবারের ফলাফল তাদের গুণগত শিক্ষার প্রমাণ। আগামী দিনে এই সাফল্য আরও বাড়াতে হবে।”
মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে, যার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। পাশাপাশি, বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমরা শুধু শিক্ষার মান উন্নত করছি না, রাজ্যকে একটি শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতেও কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার শুরু হবে। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করবে। এটি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করবে এবং গুণগত শিক্ষার প্রসারে সহায়তা করবে।”
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জোর দিয়ে বলেন, রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরাকে শিক্ষার ক্ষেত্রে একটি আদর্শ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যে গুণগত শিক্ষার প্রচার ও প্রসারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে।