নিউজ ডেস্ক || ত্রিপুরার চম্পকনগর লোক শিক্ষালয় হাই স্কুলের জরাজীর্ণ অবস্থা ও শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তা অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। এর ফলে চম্পকনগর-সাধুপাড়া জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, যার জেরে চরম বিপাকে পড়েন যানচালক ও নিত্যযাত্রীরা।
বিদ্যালয়ের এক ছাত্রী জানান, শ্রেণিকক্ষে বৃষ্টি হলেই জল পড়ে, মিড ডে মিলের জন্য খাবারের জায়গার অভাব রয়েছে। এছাড়াও, বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষিকা রয়েছেন, যা শিক্ষক সংকটের ইঙ্গিত দেয়। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে দুশ্চিন্তায় রয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারমწপউন জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি উপেক্ষিত হয়েছে। তিনি জানান, একজন শিক্ষিকার পদোন্নতির কারণে তিনি বিদ্যালয় ত্যাগ করছেন। ওই শিক্ষিকা গার্লস হোস্টেলের সুপারের দায়িত্বে ছিলেন, কিন্তু তার দায়িত্বভার কাউকে দেওয়া হয়নি, এবং নতুন শিক্ষক নিয়োগও করা হয়নি। ফলে হোস্টেল ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, “দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে।” তিনি জানান, শিক্ষা দপ্তর থেকে সমস্যা সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে। এর ফলে জাতীয় সড়কে প্রচুর যানবাহন আটকে পড়ে, যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।