নিউজ ডেস্ক || আজ রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস উদযাপন করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও), অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও) এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংস্থা (এআইএমএসএস)-এর ত্রিপুরা রাজ্য কমিটি। এই উপলক্ষে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও-এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্যসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা।
বক্তারা এদিন বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রবর্তন এবং তাঁর প্রগতিশীল চিন্তাধারার উপর আলোচনা করেন। তারা বর্তমান সমাজে বিদ্যাসাগরের আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, তাঁর সংস্কারমূলক চিন্তাভাবনা আজও সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পথপ্রদর্শক। সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যাসাগরের আদর্শকে অনুসরণ করে সমাজে শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।