নিউজ ডেস্ক || বিদ্যুৎ মূল্যবৃদ্ধি এবং স্মার্ট মিটারের নামে জনগণের উপর চাপানো অতিরিক্ত ভোগান্তির প্রতিবাদে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। আজ সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে কংগ্রেস নেতৃত্বরা স্মার্ট মিটার বন্ধ, বিদ্যুৎ মূল্য হ্রাস এবং নিয়মিত বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, স্মার্ট মিটারের নামে গরিব মানুষকে চরম ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, বিদ্যুৎ বিলে হঠাৎ হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাছাড়া, জনগণের আয় না বাড়লেও সরকার জনগণকে আগাম না জানিয়ে এই মূল্যবৃদ্ধি করেছে, যা একপ্রকার গ্রাহকদের পকেট কাটার চেষ্টা বলে অভিযোগ তাঁদের।
কংগ্রেস নেতৃত্বরা জানান, এই বিক্ষোভের মাধ্যমে তারা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছেন—স্মার্ট মিটার বন্ধ করতে হবে, বিদ্যুৎ মূল্য কমাতে হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস আরও বলেন, এই আন্দোলন জনগণের অধিকার রক্ষার লড়াই। তাঁরা এই প্রতিবাদ অব্যাহত রাখবেন যতক্ষণ না সরকার জনগণের দাবি মেনে নেয়।
সদর জেলা কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচীতে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন। নেতৃত্বরা জানান, জনগণের স্বার্থে তাঁদের এই লড়াই চলবে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।