নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ‘জাত’ ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধী দলনেতাকে ‘জাত’ নিয়ে আক্রমণ করার অভিযোগে সিপিএম বিধায়করা তীব্র নিন্দা জানান। পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিরোধীরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
গতকালও বাজেট আলোচনার সময় ‘জাত’ প্রসঙ্গ নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধী দলনেতার দীর্ঘ আলোচনায় অসন্তুষ্ট হয়ে পরিষদীয় মন্ত্রী মন্তব্য করেন, যা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়। আজ শূন্যকালে সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী ‘জাত’ প্রসঙ্গ তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরিষদীয় মন্ত্রী সিপিএমকে “সুড়সুড়ি দেওয়ার চেষ্টা” করার অভিযোগ করেন। এর প্রতিবাদে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
বিধানসভার এই উত্তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।