নিউজ ডেস্ক || ত্রিপুরার বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে স্পিকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দল সিপিআইএম অধিবেশনের বাকি দিনগুলো বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই ঘটনাকে সরকারের জন্য “লজ্জা এবং গরিমা হারানো” বলে অভিহিত করেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিধানসভায় আজকাল মন্ত্রী-বিধায়করাই মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, যা এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।”
অন্যদিকে, সিপিআইএম দলের পক্ষ থেকে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই বয়কটের সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়া হয়েছে। এই ঘটনায় ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে।