বিরোধীদের কন্ঠরোধের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা।
নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে বিরোধীদের কন্ঠরোধের অভিযোগ তুলে সিপিআইএম বাকি দিনগুলো বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করছেন এবং শাসক দলের রেফারি হিসেবে কাজ করছেন।
গত ২৪ মার্চ বাজেট আলোচনায় বিরোধী দলনেতা বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অর্থ-সম্পদ লুটের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। বিরোধী দলনেতা তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেও অধ্যক্ষ সেই নোটিশ গ্রহণ না করে মন্ত্রীর নোটিশ গ্রহণ করেন।
বিরোধী দলনেতার দাবি, এই সিদ্ধান্ত গণতন্ত্রের গড়িমাকে নষ্ট করেছে এবং দিনকে রাত করার নজির স্থাপন করেছে। তিনি বলেন, বিজেপি সরকারের অধীনে ত্রিপুরা বিধানসভা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে।