নিউজ ডেস্ক || বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন যথেষ্ট মানবিক দৃষ্টিতে বিরোধী দলের সদস্যদের দেখেন এবং তাদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে অধ্যক্ষের বাসভবনে যাওয়া শুধুমাত্র সৌজন্যতা রক্ষার অংশ ছিল।
বিধানসভায় বিরোধীদের অসংসদীয় আচরণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার বিরোধীদের যথাযথ মর্যাদা প্রদান করছে, যা পূর্ববর্তী সরকারের সময়ে দেখা যেত না।
বিরোধী দলনেতার বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, এই সুবিধা শুধুমাত্র বিজেপি বিধায়কদের জন্য নয়, বরং বাম বিধায়করাও এর সুফল উপভোগ করছেন।
বিধায়িকা কল্যাণী সাহা রায় বিরোধী দলনেতার অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন, গণতন্ত্রের হরণ নয়, বরং বিরোধীদের জন্য যথাযথ সংবেদনশীলতা প্রদর্শন করা হচ্ছে।