নিজস্ব প্রতিনিধি || বিশালগড় থানার পুলিশ বুধবার দুপুরে পূর্ব চাম্পামুড়া এলাকায় গৌরাঙ্গ শীল ও চন্দনা দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি চুলাই মদ জব্দ করেছে। জানা গেছে, এই দুই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চুলাই মদ তৈরি করে এলাকার যুব সমাজের হাতে তুলে দেওয়া হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ নষ্ট করছিল।বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে গোপন সূত্রে খবর পৌঁছানোর পর, তাঁর নির্দেশে সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং এসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর অরুণ দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে গৌরাঙ্গ শীল ও চন্দনা দেববর্মার বাড়ি থেকে মোট ১৭০ লিটার দেশি চুলাই মদ, মদ তৈরিতে ব্যবহৃত পচা ভাত এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ ঘটনাস্থলে মদ তৈরির সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেয়।
অভিযানের সময় চন্দনা দেববর্মা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি প্রশ্ন তোলেন, এডিসি এলাকায় মদ তৈরি হলেও পুলিশ কেন তাঁর বাড়িতে অভিযান চালালো। জবাবে পুলিশ জানায়, তাঁদের বাড়িতে তৈরি মদ খেয়ে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানান, চন্দনা দেববর্মা ও গৌরাঙ্গ শীলের বিরুদ্ধে ত্রিপুরা এক্সাইজ আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, বিশালগড় থানার পুলিশ নিয়মিত নেশাবিরোধী অভিযান চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযান এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।