নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার বিশালগড় এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সক্রিয় হয়েছেন। স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের আহ্বানে শুক্রবার বিকেলে বিশালগড় পৌঁছে মন্ত্রী বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, পূজার আগেই এই সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে হবে।
সম্প্রতি বিদ্যুৎ নিগমের বিশালগড় জাঙ্গালিয়া সাব-স্টেশন এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করেছিল। মধ্যরাতে খবর পেয়ে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। তিনি বিক্ষুব্ধ জনতার সব অভিযোগ শোন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত করান। এরপরও তিনি রাতভর বিদ্যুৎ কর্মীদের সঙ্গে থেকে তদারকি করেন এবং শেষরাতে পরিষেবা চালু হলে বাড়ি ফিরেন।
বিধায়ক দেব এই বিষয়ে স্থায়ী সমাধানের জন্য বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী তাঁকে আশ্বাস দেন, কিছুদিনের মধ্যে বিশালগড়ে গিয়ে দপ্তরীয় আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ঠিক তাই হয়েছে। শুক্রবার বিকেলে বিশালগড় পৌঁছে মন্ত্রী পৌরোহিত্য করেন এবং পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত বৈঠকে অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুরসভার চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, ভাইস চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, বিডিও নান্টু দেবসহ বিদ্যুৎ নিগমের বিভিন্ন আধিকারিক। মন্ত্রী সবাইকে সমস্যাগুলো বিস্তারিত শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, “বর্তমানে বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে, কারণ মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। এই চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোগত উন্নয়নসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য বিশালগড়ে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করা। বিদ্যুৎ কর্মীরা যথেষ্ট পরিশ্রম করছে এবং প্রয়োজনে আরও করবে।”
তিনি আরও জানান, এখানে একজন স্ট্যান্ডবাই অফিসার নিযুক্ত করা হবে এবং অফিসে অতিরিক্ত ট্রান্সফরমার রাখা হবে। কোনো ট্রান্সফরমার খারাপ হলে তা দ্রুত পরিবর্তন করা যাবে। মোট কথা, বিশালগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা এই উদ্যোগে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, শীঘ্রই সমস্যা থেকে মুক্তি মিলবে।