নিজস্ব প্রতিনিধি || বিশালগড় মহকুমায় যেন দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। বুধবার দুপুরে আবারও একটি যান দুর্ঘটনার খবর পৌঁছায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। জানা গেছে, বিশালগড় বাইপাসের মরজিদ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল হোসেন কর্তব্য শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আব্দুল জলিল হোসেন (TR07B 8086 নম্বরের বাইকে) বাড়ির উদ্দেশে যাওয়ার সময় একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার পর তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আব্দুল জলিল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিশালগড় বাইপাসে ঘন ঘন দুর্ঘটনার জন্য সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক মারুতি গাড়িটির খোঁজে অভিযান চলছে।


