বিশালগড় প্রতিনিধি ৷৷ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর সোমবার সন্ধ্যায় সমাজদ্রোহীদের নৃশংস হামলার ঘটনায় গোটা বিশালগড় মহকুমায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে, যখন শিক্ষক রাজেশ সুর চৌধুরী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছিলেন।
একদল সমাজবিদ্রোহী এলোপাতাড়ি শিক্ষকের উপর হামলা চালায়, যার ফলে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এই ঘটনার প্রতিবাদে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিকের নেতৃত্বে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বিশালগড় থানায় সমাজদ্রোহীদের গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, এই ধরনের ঘটনা বিশালগড়ের শান্তিপূর্ণ পরিবেশকে কলুষিত করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষক রাজেশ সুর চৌধুরীকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় বিশালগড়ের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সকলে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।