নিউজ ডেস্ক || বিশালগড়ের সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর হামলার ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় অফিসটিলা এলাকায় একদল দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
এই দাবির পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে টিআই প্যারেড করা হবে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে বিশালগড় থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয়রা এই গ্রেপ্তারকে স্বাগত জানালেও বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।