নিউজ ডেস্ক || বিশালগড় উত্তর বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। চেন্নাইয়ের একটি স্বর্ণচুরি মামলায় অভিযুক্ত জুয়েলারি দোকানের মালিক সত্য রঞ্জন কর্মকারকে গ্রেপ্তার করতে এসে বাধার মুখে পড়ল চেন্নাই পুলিশ। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের তীব্র প্রতিবাদের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গেছে, চেন্নাইয়ের স্বর্ণচুরি মামলায় সত্য রঞ্জনের নাম জড়ানোর পর তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে চেন্নাই পুলিশ বিশালগড়ে পৌঁছায়। কিন্তু কোনও আগাম সতর্কতা ছাড়াই পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অবশেষে সত্য রঞ্জনকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার পর সকল পক্ষ বিশালগড় থানায় উপস্থিত হন। বিশালগড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।