নিজস্ব প্রতিনিধি || বুধবার দুপুরে বিশ্রামগঞ্জের রাজা চৌহমুনি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় ইলেকট্রনিক ব্যবসায়ী অমিত দেববর্মার উপর প্রাণঘাতি হামলা চালানো হয়েছে। হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার বাসিন্দা ঠান্ডা রাম দেববর্মা নামে এক যুবক।
জানা গেছে, ঠান্ডা রাম দেববর্মা দা নিয়ে অমিত দেববর্মার উপর হামলা চালায় এবং তার দোকানে থাকা যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। কোনোরকমে প্রাণে বেঁচে যান অমিত দেববর্মা। হামলায় আহত অমিত তৎক্ষণাৎ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি বিশ্রামগঞ্জ থানায় উপস্থিত হয়ে ঠান্ডা রাম দেববর্মার বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগে মামলা দায়ের করেছেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, অমিত দেববর্মা এবং ঠান্ডা রাম দেববর্মা উভয়ই বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার বাসিন্দা। ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল, যা এই হামলার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ঠান্ডা রাম দেববর্মাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।