নিউজ ডেস্ক || ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার ঘোষণা করেছে যে বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা সম্পন্ন হবে ১৪ নভেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিকদের জানান, “বিহার নির্বাচন ভারতের গণতন্ত্রের প্রাণ।” তিনি নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির সঙ্গে উপস্থিত থেকে আশ্বাস দেন যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় ৭ কোটি ৪৩ লাখ ভোটার রয়েছেন, যার মধ্যে ১৪ লাখ প্রথমবারের ভোটার। রাজনৈতিক দলগুলো হালনাগাদ তালিকা পেয়েছে এবং মনোনয়ন দাখিলের ১০ দিন আগে পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে।
ভুয়ো খবর রুখতে প্রতিটি জেলায় গঠন করা হবে বিশেষ সেল, যা সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করবে। এছাড়া, ২৪৩টি আসনের প্রতিটিতে আলাদা পর্যবেক্ষক নিয়োগ করা হবে, যা পূর্বে একাধিক আসনের জন্য একজন পর্যবেক্ষক দায়িত্ব পালন করতেন।
নির্বাচনের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে দীপাবলি ও ছট পূজার সঙ্গে সংঘর্ষ না হয়, যেন ভোটার অংশগ্রহণ বাড়ে। বর্তমান বিধানসভার মেয়াদ ২২ নভেম্বর শেষ হবে।
রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। শাসক এনডিএ (বিজেপি-জেডিইউ) এবং মহাগঠবন্ধন (আরজেডি-কংগ্রেস) ছাড়াও প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। ২০২০ সালে এনডিএ ১২৫টি এবং মহাগঠবন্ধন ১১০টি আসন পেয়েছিল।
ভোটদানের অভিজ্ঞতা উন্নত করতে প্রতিটি বুথে ভোটার সংখ্যা ১,২০০-এর মধ্যে সীমিত রাখা হবে, ফলে বুথের সংখ্যা বাড়িয়ে ৯০,০০০ করা হয়েছে। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।


