নিউজ ডেস্ক || ত্রিপুরায় বেআইনী অনুপ্রবেশ এবং মাদক কারবারের ক্রমবর্ধমান সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমরা বাঙালী দলের সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি জানিয়েছেন, পাশ্ববর্তী দেশে সরকার পরিবর্তনের ফলে কেউ প্রাণ বাঁচাতে, কেউ কর্মসংস্থানের জন্য দালালদের মাধ্যমে রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, “অনুপ্রবেশের প্রবেশপথগুলো চিহ্নিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা এবং নজরদারি জোরদার করা জরুরি। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেখানে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নজরদারি মজবুত করতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, এই বেআইনী অনুপ্রবেশের কারণে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের মনোযোগ কমছে, যার ফলে মাদক কারবার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, “ত্রিপুরা নেশার স্বর্গে পরিণত হয়েছে। এর প্রভাব স্থানীয় যুব সমাজের ওপর পড়ছে।”
তিনি দাবি করেন, যেসব দালালরা ভুয়ো কাগজপত্র তৈরি করে বা সীমান্ত এলাকায় অনুপ্রবেশে সহায়তা করছে, তাদের চিহ্নিত করে রাজনীতির ঊর্ধ্বে উঠে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তিনি জানান, এই অনুপ্রবেশের কারণে স্থানীয় বাঙালিরা বহির্রাজ্যে কাজের জন্য গিয়ে বাংলাদেশী হিসেবে ভুলভাবে চিহ্নিত হয়ে নির্যাতনের শিকার হচ্ছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি বলেন, “এই সমস্যা সমাধানে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাজ্যের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে।”