নিউজ ডেস্ক || পশ্চিম ত্রিপুরা জেলার রেগা কর্মীরা দীর্ঘ কয়েক মাস ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে বেতন প্রদানের দাবিতে তারা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন। কর্মীরা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে সরকারের তরফে তাদের কোনো বেতন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কাজ করলেও তাদের নিয়মিত করা হয়নি।
বিশেষ করে, সময়মতো বেতন না পাওয়ায় রেগা কর্মীদের অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে। গত দু’মাস ধরে বেতন না পাওয়ার কারণে সংসার চালানো, সন্তান ও পরিবারের মুখে খাবার তুলে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাফাই কর্মীরা বারবার পুর নিগম অফিসে গিয়ে বেতনের দাবি জানালেও শুধুমাত্র আশ্বাস ছাড়া কোনো ফল মেলেনি।
অবশেষে, ন্যায্য বেতনের দাবিতে একত্রিত হয়ে রেগা কর্মীরা জেলাশাসকের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তারা অবিলম্বে বেতন প্রদান ও নিয়মিতকরণের দাবি জানিয়েছেন, যাতে তাদের জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে।