নিউজ ডেস্ক || ব্যাঙ্গালুরু পুলিশ একই ভাড়া ঘর থেকে ত্রিপুরার দুই যুবক অনিকেত দে ও অয়ন সূত্রধরের মৃতদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত থাকায় তদন্ত শুরু হয়েছে, পরিবারে নেমেছে শোকের ছায়া।
মৃত অনিকেত দে কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা এবং অয়ন সূত্রধর কমলপুরের। কয়েক বছর আগে কর্মসংস্থানের খোঁজে তারা ব্যাঙ্গালুরুতে পাড়ি জমান। শহরের একটি ভাড়া বাড়ির ঘর থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে একাধিক।
“অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে,” জানিয়েছেন ব্যাঙ্গালুরু পুলিশের এক মুখপাত্র। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে কোনও অপরাধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
দুই পরিবার দিশাহারা। এই ঘটনা প্রকাশ করেছে শহরে কর্মযোগী যুবকদের ঝুঁকি। তদন্তের ফলাফল পরিবারকে সান্ত্বনা দেবে বলে আশা, সেইসঙ্গে প্রবাসী শ্রমিকদের জন্য আরও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবে।


