নিউজ ডেস্ক || কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী শুধু একটি উৎসব নয়, বরং ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রকাশ। আজ রবিবার, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও ভক্তিভরে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর এই উৎসব ভক্তদের কাছে সমান তাৎপর্যপূর্ণ।
রাজধানী আগরতলার ইসকন মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজার্চনা, আরতি ও ভজনের মধ্য দিয়ে শ্রীরাধার আরাধনা করা হয়। ভক্তরা প্রসাদ বিতরণের মাধ্যমে এই পবিত্র দিনটি উদযাপন করেন। মন্দিরে সারাদিন ছিল আধ্যাত্মিক আবহ। ভক্তদের বিশ্বাস, শ্রীরাধার প্রতি ভক্তি ও পূজা অর্পণ করলে জীবনে শান্তি ও কল্যাণ লাভ হয়।
ত্রিপুরার বিভিন্ন মন্দিরে এই উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাধাষ্টমীর এই পবিত্র দিনে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি তাদের অগাধ ভক্তি প্রকাশ করেন, যা তাদের আধ্যাত্মিক পথকে আরও গভীর করে।