প্রধানমন্ত্রী মোদী শহীদ দিবসে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবস উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ভগবান বিরসা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, বিরসা মুন্ডা তাঁর জীবন উৎসর্গ করেছিলেন আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও তাঁদের অধিকার রক্ষার জন্য। তাঁর ত্যাগ ও নিষ্ঠা দেশের জনগণকে চিরকাল অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী তাঁর শ্রদ্ধাঞ্জলি এক্স প্ল্যাটফর্মে প্রকাশ করে লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ভগবান বিরসা মুন্ডা জিকে তাঁর বালিদান দিবসে আদরপূর্ণ শ্রদ্ধাঞ্জলি। আদিবাসী ভাই-বোনেদের কল্যাণ এবং তাঁদের অধিকার রক্ষার জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ত্যাগ ও সমর্পণ দেশবাসীদের সদা অনুপ্রাণিত করে থাকবে।”
ভগবান বিরসা মুন্ডা ছিলেন একজন কিংবদন্তি আদিবাসী নেতা, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর নেতৃত্বে আদিবাসী সম্প্রদায় নিজেদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করেছিল। শহীদ দিবসে তাঁর অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন।
এই দিনে, প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধাঞ্জলি ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের অবদানকে আরও একবার উজ্জ্বল করে তুলেছে।