নিজস্ব সংবাদদাতা, আগরতলা: রাজধানী আগরতলার ভট্টপুকুর এলাকায় পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলার অভিজিৎ মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন করেন।
মঙ্গলবার, স্থানীয় বাসিন্দাদের জল সংকট ও ভাঙা রাস্তার সমস্যার কথা শুনে, মেয়র দীপক মজুমদার জানান যে, রাজ্য সরকারের নির্দেশে পুর নিগম ও জল বোর্ড একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষত, পানীয় জলের সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, তারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও হাওড়া নদীর উপর নির্মিত সেতুর বর্তমান অবস্থা পরিদর্শন করেন। মেয়র জানান, রাস্তা মেরামত, পানীয় জল সরবরাহ ও অন্যান্য নাগরিক সুবিধা উন্নত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে।