নিজস্ব প্রতিনিধি || আমতলী থানাধীন খয়েরপুর বাইপাস সড়কের নাগিছড়া এলাকায় হর্টি কালচার অফিস সংলগ্ন পরিত্যক্ত জায়গায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যার ফলে পুরো এলাকা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের তৎপরতা এবং দক্ষতা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে এলাকা রক্ষা করে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে এলাকাবাসী আপাতত নিরাপদ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।