নিউজ ডেস্ক || ভাদ্র পূর্ণিমার পবিত্র তিথিতে কুড়িপুকুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দিরে এক মহতী উদ্যোগে আয়োজিত হল শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান অনুষ্ঠান। রবিবার দুপুরে সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত এই মন্দির প্রাঙ্গণে বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিশেষ উদ্যোগে এই পুণ্যময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মান্তু দেবনাথ, ইসকনের ত্রিপুরা রাজ্য সভাপতি, ডুকলি ব্লক চেয়ারম্যান ভুলন সাহা সহ অসংখ্য ভক্ত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্দিরের ভোগ আরতিতে অংশগ্রহণ করেন এবং ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে আরতি উপভোগ করেন।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “পূর্ণিমা তিথিতে শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আগামী দিনে এই ঐতিহ্যকে আরও বৃহৎ পরিসরে পালন করে বেশি সংখ্যক মানুষকে এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, এই ধরনের আয়োজন ভক্তদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশ। ভক্তদের বিশ্বাস, ভাদ্র পূর্ণিমায় শ্রীমৎ ভাগবত গ্রন্থ দানের মাধ্যমে অগণিত আশীর্বাদ ও পুণ্য লাভ হয়। এই আয়োজন স্থানীয় ভক্তমহলে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।


