শভাংশু শুক্লার নেতৃত্বে ভারতের মহাকাশ অভিযান, অ্যাক্সিয়ম–৪ মিশনে নতুন মাইলফলক
নিউজ ডেস্ক || ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ঘোষণা করেছে যে ভারতের মহাকাশচারী শভাংশু শুক্লা আগামী ১৯ জুন অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) বাণিজ্যিক মহাকাশ মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) যাত্রা করতে প্রস্তুত। এই মিশনটি ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে।
এই মিশনের পথে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। প্রথমে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের রুশ মডিউলে একটি লিক ধরা পড়ায় মিশনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এরপর স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে তরল অক্সিজেন লিকের কারণে উৎক্ষেপণ বারবার পিছিয়ে যায়। ২৯ মে, ৮ জুন, ১০ জুন এবং ১১ জুন নির্ধারিত উৎক্ষেপণ বাতিল হলেও, সমস্ত সমস্যা সমাধানের পর ইসরো ১৯ জুনকে চূড়ান্ত উৎক্ষেপণের তারিখ হিসেবে ঘোষণা করেছে।
এই বাণিজ্যিক মিশনের নেতৃত্বে থাকছেন প্রাক্তন নাসা মহাকাশচারী এবং অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট ডিরেক্টর পেগি হুইটসন। শভাংশু শুক্লা এই মিশনে পাইলট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মিশনের অন্য দুই সদস্য হলেন ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু, যারা মিশন স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই মিশন সফল হলে শভাংশু শুক্লা ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে ইতিহাস রচনা করবেন, যিনি কোনো বেসরকারি আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ মিশনে অংশ নিয়েছেন। এই অভিযান ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।