নিউজ ডেস্ক || বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬১তম স্থানে থাকায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাস্থ্যকর নয় বলে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ড. মণিক সাহা শুক্রবার স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রেসের স্বাধীনতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অপরিহার্য।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুসারে ভারতের র্যাঙ্কিং গত কয়েক বছর ধরে ক্রমাগত পতিত হচ্ছে। ২০২১ সালে ১৪২তম স্থান থেকে ২০২২-এ নেমে ১৫০তম এবং ২০২৩-এ ১৬১তম হয়েছে।
বিশেষজ্ঞরা এই পতনের কারণ হিসেবে সাংবাদিকদের উপর হামলা, মিডিয়া মনিটরিং আইন এবং রাজনৈতিক চাপকে চিহ্নিত করেছেন। ত্রিপুরা সরকারের আয়োজনে অনুষ্ঠিত এই চার দিনের মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট কর্মশালায় মুখ্যমন্ত্রী এই প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও সরকারের সহযোগিতার উপর জোর দিয়েছেন।


