নিউজ ডেস্ক || ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে সপ্তাহব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আজ বটতলায় সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই(সি)-এর উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই প্রক্রিয়াকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কৌশল হিসেবে আখ্যায়িত করে দলটি এর অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে এসইউসিআই-এর রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন, “বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষত শ্রমজীবী মানুষ, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই, তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। ফলে তাদের নাম বাদ পড়ার সঙ্গে নাগরিকত্বও প্রশ্নের মুখে পড়ছে।” তিনি আরও অভিযোগ করেন, বিহারে ভোটের আগে সাধারণ মানুষকে হেনস্তার উদ্দেশ্যে এই প্রক্রিয়া চালু করা হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ গরিব মানুষ নাগরিকত্ব টিকিয়ে রাখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এসইউসিআই দাবি করেছে, এই প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে এবং গরিব ও শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। “রিগিং নয়, প্রতারণা নয়—অবাধ নির্বাচন চাই” স্লোগানে বটতলায় আজকের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জানা গেছে, ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই দাবিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এসইউসিআই বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছে।
দলের নেতৃত্ব জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষায় তাদের এই লড়াই অব্যাহত থাকবে।