নিউজ ডেস্ক || মণিপুরে একটি উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে পুনিত কুমার গোয়েল সোমবার রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী মুখ্যসচিব প্রশান্ত কুমার সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ইম্ফলের পুরাতন সচিবালয় ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা রাজ্যের আমলাতান্ত্রিক নেতৃত্বে এক নতুন যুগের সূচনা করেছে।
১৯৯১ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের আইএএস অফিসার পুনিত কুমার গোয়েল গত ১৬ জুলাই মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি দ্বারা এই পদে নিযুক্ত হন। রবিবার ইম্ফলে পৌঁছানোর পর তাকে কমিশনার (হোম) অশোক কুমার সহ সিনিয়র কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।
একটি সরকারী বিবৃতিতে বলা হয়, “প্রশান্ত কুমার সিং থেকে পুনিত কুমার গোয়েলের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে মণিপুর সরকার প্রশাসনিক নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করেছে।” অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র কর্মকর্তারা প্রশান্ত কুমার সিংয়ের নিবেদিত সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোয়েলকে তাদের শুভেচ্ছা জানান।
গোয়েলের নিয়োগ এমন এক সময়ে এসেছে যখন মণিপুর মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী জাতিগত সহিংসতার প্রভাবে জর্জরিত। ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া এই অস্থিরতায় ২৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতির অবনতির কারণে গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করে। রাজ্য বিধানসভা স্থগিত থাকলেও, নতুন মুখ্যসচিব এই চ্যালেঞ্জিং সময়ে প্রশাসনিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা করা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, গোয়েলের অভিজ্ঞ নেতৃত্ব এই সংঘাত-বিধ্বস্ত রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে, শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সম্প্রদায়গুলির মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।