নিউজ ডেস্ক || গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ গাঁজা পাচারের একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবজিত চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ সকালে বনকুমারি এলাকায় অভিযান চালায়। এ সময় কমলাসাগরের দিকে যাওয়ার পথে একটি সন্দেহজনক গাড়ি (নম্বর: TR03D0447) আটক করা হয়।
গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৭০ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গাড়ির চালক তথা গাঁজা পাচারকারী বিষ্ণু দেববর্মাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বিষ্ণু দেববর্মার বাড়ি বড়বাড়ি এলাকায় এবং তার পিতার নাম উকি রাম দেববর্মা।
গ্রেফতারের পর বিষ্ণু দেববর্মাকে গাড়ি সহ মধুপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (এনডিপিএস) একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি দেবজিত চ্যাটার্জী জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকারও বেশি।
এই সফল অভিযানের মাধ্যমে মধুপুর থানা পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।