নিজস্ব প্রতিনিধি || শনিবার ভোরে মধুপুর থানার পুলিশের কঠোর নজরদারি ও তৎপরতায় অরবিন্দনগর এলাকায় চুরি যাওয়া দুটি রাবার মেশিন উদ্ধার হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে এক চোরকে, যার পরিচয় মিলেছে বিশালগড় থানার মধ্যলক্ষ্মীবিল এলাকার ইন্দ্রজিৎ নম ওরফে জয়ন্ত হিসেবে।
মধুপুর থানায় খবর আসে, অরবিন্দনগরের সমীর সরকারের বাড়ি থেকে দুটি রাবার মেশিন চুরি হয়েছে। খবর পেয়ে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সঙ্গে আলোচনায় পুলিশের ধারণা হয়, চোরের দল এখনো এলাকাতেই রয়েছে। এরপর অরবিন্দনগরের সব বেরোনোর রাস্তায় কড়া নজরদারি বসানো হয়।
এমন সময় দুটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ে দুই যুবককে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি দুটি আটক করতেই জানা যায়, একটি গাড়ির নম্বর নেই, অন্যটির নম্বর TR-07D1905। তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে চুরি যাওয়া রাবার মেশিন দুটি উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ইন্দ্রজিৎ নমকে আটক করা হয়। তবে তার সঙ্গী জুয়েল আহমেদ নামে আরেক যুবক পালিয়ে যায়।
তদন্তে জানা যায়, এই চক্র দুটি গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে চুরি করে। একটি গাড়িতে চুরির মাল বোঝাই হয়, অন্যটি চিপস-বিস্কিট পরিবহনের ছদ্মবেশে মাল পাচার করে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাড়ি দুটিতে ভাঙচুর চালায়। পুলিশ পরে চোর ও গাড়িসহ মধুপুর থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক জুয়েল আহমেদকে ধরতে তল্লাশি চলছে।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে পুলিশের তৎপরতার প্রশংসা শোনা যাচ্ছে।