নিউজ ডেস্ক ।। সম্প্রতি ভারী বর্ষণের জেরে ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্যকাশিপুর এলাকা এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে। রাজ্যের অন্যান্য এলাকায় বন্যার জল নেমে গেলেও, আগরতলা পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের এই এলাকায় জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। হাওড়া নদী এবং দেবতা ছড়া থেকে প্রবেশ করা জল এই এলাকায় জমে থাকায় প্রায় ২০টি পরিবারের ৫০ জন বাসিন্দা, যাদের অধিকাংশই দিনমজুর ও খেটে খাওয়া মানুষ, বিপর্যয়ের মুখে পড়েছেন।
বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে জলবন্দি হওয়া বাসিন্দাদের জন্য সরকার ত্রাণ শিবির খুললেও, মধ্যকাশিপুরের বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের দিকে কেউ নজর দেয়নি। স্থানীয় বিধায়ক বা জনপ্রতিনিধিরা এখনো তাদের খোঁজখবর নেননি। বাসিন্দারা জানিয়েছেন, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তাদের ঘরবাড়ি, জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং জীবিকা নিয়ে চরম সংকট তৈরি হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা দিনমজুর, খেটে খাই। জলের মধ্যে থাকতে থাকতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।” আরেকজন বাসিন্দা হতাশা প্রকাশ করে বলেন, “জনপ্রতিনিধিরা ভোটের সময় আসেন, কিন্তু এখন আমাদের কেউ দেখতে আসেনি। আমরা কবে এই দুর্দশা থেকে মুক্তি পাব?”
স্থানীয়রা সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন, অবিলম্বে জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হোক এবং তাদের পাশে দাঁড়ানো হোক। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে সকলের।