নিউজ ডেস্ক || কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে মনরেগা প্রকল্পকে পরিকল্পিতভাবে দুর্বল করার অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, বর্তমান বিজেপি সরকার মনরেগার বাজেট বরাদ্দ স্থির রেখেছে ৮৬,০০০ কোটি টাকায়। এছাড়া আধার-ভিত্তিক অর্থপ্রদান ব্যবস্থা, জাতীয় মোবাইল মনিটরিং ব্যবস্থা, মজুরি প্রদানে ক্রমাগত বিলম্ব এবং অপর্যাপ্ত অর্থপ্রদান— এই সমস্ত কারণে প্রকল্পটি একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “কংগ্রেস চায় মনরেগার সম্প্রসারণের জন্য পর্যাপ্ত আর্থিক ব্যবস্থা করা হোক, দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা হোক এবং সময়মতো মজুরি দেওয়া হোক।”
উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার ২০০৫ সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (মনরেগা) চালু করেছিল, যা গ্রামীণ এলাকায় কাজের সুযোগ সৃষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। তবে বিজেপি সরকার আসার পর থেকে এই প্রকল্পের তহবিল সংকোচন ও নতুন নিয়ম চালুর ফলে সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।