আশারামবাড়িতে মন কি বাত অনুষ্ঠানে হামলা, আহত ৭ বিজেপি কর্মী, তিপ্রা মথার বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক || ত্রিপুরার আশারামবাড়ি পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে তিপ্রা মথা দলের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় ৭ জন বিজেপি কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দু-তিনজনের অবস্থা গুরুতর। আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া, দুষ্কৃতীদের হামলায় ১০-১৫টি বাইক ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, রবিবার সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে ‘মন কি বাত’ শ্রবণের আয়োজন করেছিল বিজেপি। আশারামবাড়ির ৩০ নম্বর বুথে এই অনুষ্ঠান চলাকালীন ২০-৩০ জন তিপ্রা মথা সমর্থক হঠাৎ হামলা চালায়। তাদের দাবি ছিল, এডিসি এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি চলতে দেওয়া হবে না। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ও দেশীয় বন্দুক ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর বিজেপির তরফে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে তিপ্রা মথার এক যুবনেতা রিন্টু দেববর্মাকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির শরিক দল তিপ্রা মথার এই হামলার ঘটনায় বিজেপি নেতৃত্ব হতাশা প্রকাশ করেছে। বিপিন দেববর্মা জানান, ঘটনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতিকে অবহিত করা হয়েছে। বিজেপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
এই ঘটনা শাসক জোটের অভ্যন্তরীণ সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে তীব্র জল্পনা।