নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৫তম পর্ব আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাজধানী আগরতলা থেকে শুরু করে জেলার বুথ পর্যায় পর্যন্ত এই অনুষ্ঠান শ্রবণের জন্য বিশেষ আয়োজন করা হয়।
আগরতলার আস্তাবল সংলগ্ন ভেটেরিনারি অফিসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মন্ত্রী সুধাংশু দাস পশু চিকিৎসকদের সঙ্গে ‘মন কি বাত’ শ্রবণ করেন। এই উপলক্ষে তিনি ‘প্রাণিসম্পদ বার্তা’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন।
অন্যদিকে, বড়জলা মন্ডলের ১১ নম্বর বুথে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ডল সভাপতি রাজীব সাহাসহ বিজেপি নেতৃত্ব এই অনুষ্ঠানে অংশ নেন। বামুটিয়া মন্ডলের কালাপানিয়া গ্রামে সাংসদ রাজীব ভট্টাচার্য বুথ কর্মীদের সঙ্গে মিলিত হয়ে অনুষ্ঠানটি শোনেন। এছাড়া, চন্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে মন্ত্রী কিশোর বর্মন ও টিংকু রায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এই বিশেষ পর্ব শ্রবণ করেন। ৮ নম্বর বড়জলা মন্ডলের ১০ নম্বর বুথে প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ দাস ও বিজেপি কর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পালিত হয়।
আজকের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, উদ্ধারকারী বাহিনীর প্রশংসা, জম্মু-কাশ্মীরে খেলাধুলার প্রসার, কৃষিতে সৌরশক্তির ব্যবহার এবং উৎসবে স্বদেশী পণ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া, তিনি ‘প্রতিভা সেতু’ প্ল্যাটফর্মের মাধ্যমে যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা ঘোষণা করেন।
রাজ্যের বিভিন্ন বুথ থেকে জেলা পর্যায় পর্যন্ত ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ‘মন কি বাত’-এর এই পর্বটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়, যা জনমানসে গভীর প্রভাব ফেলেছে।