নিজস্ব প্রতিনিধি || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক কার্যক্রম “মন কি বাত”-এর ১১৯তম পর্ব রবিবার অনুষ্ঠিত হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৯ নং বুথের কার্যকর্তাদের সাথে বসে অনুষ্ঠানটি শোনেন এবং পরে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরেন।
এই পর্বে প্রধানমন্ত্রী AI ও মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব, জাতীয় গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, স্থূলতা ও অতিরিক্ত তেল খাওয়ার ক্ষতিকর প্রভাব, বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক উদ্যোগ এবং পরীক্ষার্থীদের জন্য ‘পরীক্ষা পে চর্চা’ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল দিকগুলো তুলে ধরে বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই দেশের উন্নয়নের চাবিকাঠি। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ত্রিপুরাও উন্নয়নের পথে এগিয়ে চলেছে।”
এই আয়োজনের মাধ্যমে উপস্থিত সকলে প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আরো গভীরভাবে অবগত হন।