ত্রিপুরায় উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ‘মন কি বাত’-এর ১২৩তম পর্ব
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৩তম পর্ব আজ রাজ্যজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ এবং অসংখ্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এই অনুষ্ঠান শ্রবণের আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার সঙ্গে একাত্ম হয়েছেন। এই অনুষ্ঠান দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর হৃদয়ের সংযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে।
গঙ্গানগর বাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ মনোযোগ সহকারে শুনেছেন। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানকে “হৃদয় থেকে হৃদয়ে সংযোগ স্থাপনের একটি সেতু” হিসেবে অভিহিত করে বলেন, “এই অনুষ্ঠান দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাবনা ও বার্তা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
একইভাবে, খয়েরপুর মণ্ডলের ৪৪ নম্বর বুথে সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত থেকে এই পর্ব শুনেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথে বৈদ্যনাথ কমিউনিটি হলে পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ‘মন কি বাত’ শুনেছেন। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই অনুষ্ঠান দেশ গঠনে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে।”
এছাড়া, পশ্চিম জয়নগর বণিক পাড়াস্থিত শঙ্কর গীতা আশ্রমে রামনগর মণ্ডলের উদ্যোগে ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরে, যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।”
‘মন কি বাত’ ত্রিপুরার মানুষের মধ্যে উৎসাহ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও দেশ গঠনের বার্তা রাজ্যবাসীর কাছে পৌঁছে গেছে।