নিউজ ডেস্ক || আজ মহাঅষ্টমী। প্রথা মেনে রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন ভক্তদের উপচে পড়া ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। হিন্দু ও বাঙালি সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা সাধারণত আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও, চৈত্র মাসে অনুষ্ঠিত এই পূজা ‘বাসন্তী পূজা’ নামে পরিচিত।
এ বছরও আগরতলা দুর্গাবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে। মহাঅষ্টমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, “প্রথা অনুসারে মহাঅষ্টমীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে ভক্তরা মা দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেছেন।”
এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের উৎসাহ ও ভক্তি পরিলক্ষিত হয়েছে, যা এই পূজার গুরুত্ব ও জনপ্রিয়তাকে আরও উজ্জ্বল করে তুলেছে।